Esechhile Tobu Aaso Naai (এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে) - Rabindra Sangeet |
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে ।।
তােমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে ৷।
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমি করে ছলােছল্।
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে ।।
Esechhile Tobu Aaso Naai (এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে) - Rabindra Sangeet
Esechhile Tobu Aaso Naai (এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে) - Rabindra Sangeet