![]() |
Eso Eso Phire Eso (এসাে এসাে ফিরে এসাে, বঁধু হে ফিরে এসাে) - Rabindra Sangeet |
এসাে এসাে ফিরে এসাে, বঁধু হে ফিরে এসাে।
আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসাে।
ওহে নিষ্ঠুর, ফিরে এসাে,
আমার করুণকোমল এসাে,
আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসাে,
আমার নিতিসুখ ফিরে এসাে,
আমার চিরদুখ ফিরে এসাে।
আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসাে।
আমার চিরবাঞ্ছিত এসাে,
আমার চিতসঞ্চিত এসাে,
ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে এসাে।
আমার বক্ষে ফিরিয়া এসাে,
আমার চক্ষে ফিরিয়া এসাে,
আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসাে।
আমার মুখের হাসিতে এসাে,
আমার চোখের সলিলে এসাে,
আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসাে।
আমার সকল স্মরণে এসাে,
আমার সকল ভরমে এসাে,
আমার ধরম-করম-সােহাগ-শরম-জনম-মরণে এসাে ।।