![]() |
Eto Aalo Jwaaliyechho (এতাে আলাে জ্বালিয়েছ এই গগনে) - Rabindra Sangeet |
এতাে আলাে জ্বালিয়েছ এই গগনে
কী উৎসবের লগনে ৷।
সব আলােটি কেমন ক'রে ফেল আমার মুখের 'পরে,
তুমি আপনি থাকো আলাের পিছনে ।।
প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে
কী উৎসবের লগনে
সব আলাে তার কেমন ক'রে পড়ে তােমার মুখের 'পরে,
আমি আপনি পড়ি আলাের পিছনে ৷।