![]() |
Haay Hemontolokhhi (হায় হেমন্তলক্ষ্মী তােমার নয়ন কেন ঢাকা) - Rabindra Sangeet |
হায় হেমন্তলক্ষ্মী, তােমার নয়ন কেন ঢাকা—
হিমের ঘন ঘােমটাখানি ধুমল রঙে আঁকা ।।
সন্ধ্যাপ্রদীপ তােমার হাতে মলিন হেরি কুয়াশাতে,
কণ্ঠে তােমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ।।
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সােনার ধানে ।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তােমার দানে ।
আপন দানের আড়ালেতে রইলে কেন আসন পেতে,
আপনাকে এই কেমন তােমার গােপন ক'রে রাখা ।।