Hori Tomay Daaki (হরি তােমায় ডাকি সংসারে একাকী) - Rabindra Sangeet

Hori Tomay Daaki (হরি তােমায় ডাকি সংসারে একাকী) - Rabindra Sangeet
Hori Tomay Daaki (হরি তােমায় ডাকি সংসারে একাকী) - Rabindra Sangeet

হরি, তােমায় ডাকি, সংসারে একাকী
আঁধার অরণ্যে ধাই হে।
গহন তিমিরে নয়নের নীরে
পথ খুঁজে নাহি পাই হে ।।
সদা মনে হয় কী করি' 'কী করি',
কখন আসিবে কালবিভাবরী-
তাই ভয়ে মরি, ডাকি হরি! হরি!
হরি বিনে কেহ নাই হে ।।
নয়নের জল হবে না বিফল,
তােমায় সবে বলে ভকতবৎসল-
সেই আশা মনে করেছি সম্বল,
বেঁচে আছি শুধু তাই হে।
আঁধারেতে জাগে তব আঁখিতারা,
তােমার ভক্ত কভু হয় না পথহারা-
প্রাণ তােমায় চাহে, তুমি ধ্রুবতারা-
আর কার পানে চাই হে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts