![]() |
Hori Tomay Daaki (হরি তােমায় ডাকি সংসারে একাকী) - Rabindra Sangeet |
হরি, তােমায় ডাকি, সংসারে একাকী
আঁধার অরণ্যে ধাই হে।
গহন তিমিরে নয়নের নীরে
পথ খুঁজে নাহি পাই হে ।।
সদা মনে হয় কী করি' 'কী করি',
কখন আসিবে কালবিভাবরী-
তাই ভয়ে মরি, ডাকি হরি! হরি!
হরি বিনে কেহ নাই হে ।।
নয়নের জল হবে না বিফল,
তােমায় সবে বলে ভকতবৎসল-
সেই আশা মনে করেছি সম্বল,
বেঁচে আছি শুধু তাই হে।
আঁধারেতে জাগে তব আঁখিতারা,
তােমার ভক্ত কভু হয় না পথহারা-
প্রাণ তােমায় চাহে, তুমি ধ্রুবতারা-
আর কার পানে চাই হে ।।