![]() |
Hey Khoniker Otithi (হে ক্ষণিকের অতিথি) - Rabindra Sangeet |
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া ।।
কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে,
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া ॥
ওগাে অকরুণ, কী মায়া জানাে,
মিলনছলে বিরহ আনাে।
চলেছ পথিক আলােকযানে আঁধার-পানে
মনভুলানাে মােহনতানে গান গাহিয়া ।।