![]() |
Hridayer Moni Adorini (হৃদয়ের মণি আদরিণী মাের আয় লাে কাছে আয়) - Rabindra Sangeet |
হৃদয়ের মণি আদরিণী মাের, আয় লাে কাছে আয়।
মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়।
মলয় কপােল চুমে ঢলিয়া পড়িছে ঘুমে,
কপােলে নয়নে। জোছনা মরিয়া যায়।
যমুনালহরীগুলি চরণে কাঁদিতে চায় ||