![]() |
Hridoy Aaboron Khule Gelo (হৃদয়-আবরণ খুলে গেল তােমার পদপরশে হরষে ওহে দয়াময়) - Rabindra Sangeet |
হৃদয়-আবরণ খুলে গেল তােমার পদপরশে হরষে ওহে দয়াময়।
অন্তরে বাহিরে হেরিনু তােমারে
লােকে লােকে, দিকে দিকে, আঁধারে আলােকে, সুখে দুখে-
হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়।