![]() |
Jaago Jaago Re Jaago (জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত- চিত্ত-অম্বর কর তরঙ্গিত) - Rabindra Sangeet |
জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত- চিত্ত-অম্বর কর তরঙ্গিত,
নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে ৷।
মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার,
সূর্যশশিনক্ষত্রলাকে করুক হর্ষ প্রচার ।
তানে তানে প্রাণে প্রাণে গাঁথ' নন্দনহার।
পূর্ণ কর' রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে ৷।