![]() |
| Jaani Naai Go Saadhon (জানি নাই গাে সাধন তােমার বলে কারে) - Rabindra Sangeet |
জানি নাই গাে সাধন তােমার বলে কারে।
আমি ধুলায় বসে খেলেছি এই
তােমার দ্বারে ।।
অবােধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে,
ভয় করি নি তােমায় আমি অন্ধকারে ।।
তােমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,
'পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।
ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধাে বাহুর ডােরে,
ওরা আমায় মিথ্যা ডাকে বার বারে ৷।
