![]() |
Jatobaar Aalo Jwaalate Chaai (যতবার আলাে জ্বালাতে চাই) - Rabindra Sangeet |
নিবে যায় বারে বারে।
আমার জীবনে তােমার আসন
গভীর অন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল,
আমার জীবনে তব সেবা তাই
বেদনার উপহারে।
পূজাগৌরব পুণ্যবিভব
কিছু নাহি, নাহি লেশ,
এ তব পূজারী পরিয়া এসেছে
লজ্জার দীন বেশ।
উৎসবে তার আসে নাই কেহ,
বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ-
কাঁদিয়া তােমায় এনেছে ডাকিয়া
ভাঙা মন্দির -দ্বারে।