![]() |
| Kabe Aami Baahir Holem (কবে আমি বাহির হলেম তােমারি গান গেয়ে) - Rabindra Sangeet |
কবে আমি বাহির হলেম তােমারি গান গেয়ে-
সে তাে আজকে নয় সে আজকে নয়।
ভুলে গেছি কবে থেকে আসছি তােমায় চেয়ে
সে তাে আজকে নয় সে আজকে নয়।
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-
সে তাে আজকে নয় সে আজকে নয়।
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে-
সে তাে আজকে নয় সে আজকে নয়।
পুষ্প যেমন আলাের লাগি না জেনে রাত কাটায় জাগি,
তেমনি তােমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-
সে তাে আজকে নয় সে আজকে নয় ॥
