Khyapa Tui Aachis (খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে) - Rabindra Sangeet

Add caption
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
যে আসে তােরই পাশে, সবাই হাসে দেখে তােরে ।।
জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি।
তারা পায় না বুঝে তুই কী খুঁজে ক্ষেপে-বড়াস জনম ভ'রে ।।
তাের নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে।
তােরে চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে।
ওরে, তুই কী শুনাতে এত প্রাতে মরিস ডেকে ?
এ যে বিষম জ্বালা ঝালাপালা, দিবি সবায় পাগল করে।
ওরে, তুই কী এনেছিস, কী টেনেছিস ভাবের জালে ?
তার কি মূল্য আছে কারাে কাছে কোনাে কালে ?।
আমরা  লাভের কাজে হাটের মাঝে ডাকি তােরে !
তুই কি সৃষ্টিছাড়া, নাইকো সাড়া, রয়েছিস কোন্ নেশার ঘোরে?
এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে-
বসে তুই আর-এক কোণে নিজের মনে নিজের ভাবে ।।
ওরে ভাই, ভাবের সাথে ভবের মিলন হবে কবে-
মিছে তুই তারি লাগি আছিস জাগি না জানি কোন্ আশার জোরে ৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts