Sangsarete Chari Dhar (সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার) - Rabindra Sangeet

Sangsarete Chari Dhar (সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার) - Rabindra Sangeet
Sangsarete Chari Dhar (সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার) - Rabindra Sangeet

সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার,
নয়নে তােমার জ্যোতি অধিক ফুটেছে তাই ।।
চৌদিকে বিষাদঘােরে ঘেরিয়া ফেলেছে মােরে,
তােমার আনন্দমুখ হৃদয়ে দেখিত পাই ।।
ফেলিয়া শােকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজ,
মৃত্যুশােক পরিহরি ওই মুখপানে চাই ।।
তােমার আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু,
মিছে ভয় মিছে শােক আর করিব না কভু।
হৃদয়ের ব্যথা কব, অমৃত যাচিয়া লব,
তােমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts