Sangsare Tumi Rakhile (সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে) - Rabindra Sangeet

Sangsare Tumi Rakhile (সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে) - Rabindra Sangeet
Sangsare Tumi Rakhile (সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে) - Rabindra Sangeet

সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া ।
করুণা করিয়া নিশিদিন নিজ করে
রাখিয়া তাহার একটি দুয়ার খুলিয়া ।।
মাের সব কাজে মাের সব অবসরে
সে দুয়ার রবে তােমারি প্রবেশ তরে,
সেথা হতে বায়ু বহিবে হৃদয় 'পরে
চরণ হইতে তব পদধূলি তুলিয়া |
যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী,
এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া।
যে অনলতাপ যখনি সহিব আমি
এক নাম বুকে বার বার দেয় দাগিয়া।
যবে দুখদিনে শােকতাপ আসে প্রাণে
তােমারি আদেশ বহিয়া যেন সে আনে,
পরুষ বচন যতই আঘাত হানে
সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts