![]() |
Kichhui To Holo Na (কিছুই তাে হল না) - Rabindra Sangeet |
সেই সব- সেই সব- সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই।
ভালাে তাে গাে বাসিলাম, ভালােবাসা পাইলাম,
এখনাে তাে ভালােবাসি তবুও কী নাই ।।