![]() |
Klanto Bnashir Shesh Ragini (ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে) - Rabindra Sangeet |
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে
শুকনাে ফুলের মালা এখন দাও তুলে মাের হাতে।
সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে,
চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে ।।
পথিক আমি এসেছিলেম তােমার বকুলতলে-
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।
ঝরা যূথীর পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে,
কোন্ ফাগুনে মিলবে সে-যে তােমার বেদনাতে ।।