Krishnokoli Aami Taarei Boli (কৃষ্ণকলি আমি তারেই বলি, কালাে তারে বলে গাঁয়ের লােক) - Rabindra Sangeet

Krishnokoli Aami Taarei Boli (কৃষ্ণকলি আমি তারেই বলি, কালাে তারে বলে গাঁয়ের লােক) - Rabindra Sangeet
Krishnokoli Aami Taarei Boli (কৃষ্ণকলি আমি তারেই বলি, কালাে তারে বলে গাঁয়ের লােক) - Rabindra Sangeet

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালাে তারে বলে গাঁয়ের লােক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালাে হরিণ-চোখ।
ঘােমটা মাথায় ছিল না তার মােটে, মুক্তবেণী পিঠের 'পরে লােটে।
কালো ? তা সে যতই কালো হাক, দেখেছি তার কালাে হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালাে হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালা হরিণ-চোখ।
এমনি করে কালাোে কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালাে কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালাে হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালাে হরিণ-চোখ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts