Kul Theke Mor Gaaner (কূল থেকে মাের গানের তরী দিলেম খুলে) - Rabindra Sangeet

Kul Theke Mor Gaaner (কূল থেকে মাের গানের তরী দিলেম খুলে) - Rabindra Sangeet
AKul Theke Mor Gaaner (কূল থেকে মাের গানের তরী দিলেম খুলে) - Rabindra Sangeet

কূল থেকে মাের গানের তরী দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে ৷।
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে
সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা উঠছে দুলে
সেখানে মাের গানের তরী দিলেম খুলে ।।
এবার, বীণা, তােমায় আমায় আমরা একা-
অন্ধকারে নাইবা কারে গেল দেখা ।।
কুঞ্জবনের শাখা হতে যে ফুল তােলে
সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে যে ফুল দোলে
সে ফুল এ নয়-
দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে
সেই দিকে মাের গানের তরী দিলেম খুলে ৷।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts