![]() |
Kusume Kusume Charonochinno (কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে) - Rabindra Sangeet |
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে।
ওহে চঞ্চল, বেলা না যেতে খলা কেন তব যায় ঘুচে ।।
চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল-
কোথা সে পথের শেষ কোন্ সুদূরের দেশ
সবাই তােমায় তাই পুছে৷৷
বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা।
তােমার লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা।
'এসাে এসাে এসাে' আঁখি কয় র্কেঁদে।
তৃষিত বক্ষ বলে 'রাখি বেঁধে'
যেতে যেতে, ওগাে প্রিয়, কিছু ফেলে রেখে দিয়াে
ধরা দিতে যদি নাই রুচে ।।