![]() |
| Maana Naa Maanili (মানা না মানিলি, তবুও চলিলি) - Rabindra Sangeet |
মানা না মানিলি, তবুও চলিলি,
কি জানি কি ঘটে!
অমঙ্গল হেন প্রাণে জাগে কেন,
থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে!
রাখ রে কথা রাখ, বারি আনা থাক্,
যা ঘরে যা ছুটে!
অয়ি দিগঙ্গনে, রেখাে গাে যতনে
অভয়স্নেহছায়ায় !
অয়ি বিভাবরী, রাখ বুকে ধরি
ভয় অপহরি রাখ এ জনায় !
এ যে শিশুমতি, বন ঘাের অতি-
এ যে একেলা অসহায় !
