|  | 
| Maronosagoropaare Tomra Amar (মরণসাগরপারে তােমরা অমর) - Rabindra Sangeet | 
তােমাদের স্মরি।
নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,
তােমাদের স্মরি ॥
সংসারে জ্বেলে গেলে যে নব আলােক
জয় হােক, জয় হােক, তারি জয় হােক-
তােমাদের স্মরি ॥
বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা,
তােমাদের স্মরি।
সত্যের বরমালে সাজালে বসুধা,
তােমাদের স্মরি।
রেখে গেলে বাণী সে যে অভয় অশোক,
জয় হােক, জয় হােক, তারি জয় হোক-
তােমাদের স্মরি ॥
