![]() |
Milanoraati Pohalo (মিলনরাতি পােহালাে, বাতি নেভার বেলা এল) - Rabindra Sangeet |
মিলনরাতি পােহালাে, বাতি নেভার বেলা এল-
ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলাে ।।
স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তাে রবে,
তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলাে ।।
ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
হয়েছে শেষ, তবুও বাকি কিছু তা গান গিয়েছি রাখি-
সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলাে ।।