![]() |
Mitilo Sab Khudha (মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলাে রে ঘরে লয়ে যাই) - Rabindra Sangeet |
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলাে রে ঘরে লয়ে যাই।
সেথা যে কত লােক পেয়েছে কত শোক,তৃষিত আছে কত ভাই ।।
ডাকো রে তাঁর নামে সবারে নিজধামে, সকলে তাঁর গুণ গাই।
দুখি কাতর জনে রেখাে রে রেখাে মনে, হৃদয়ে সবে দেহাে ঠাঁই ।।
সতত চাহি তাঁরে ভােলাে রে আপনারে, সবারে করাে রে আপন।
শান্তি-আহরণে শান্তি বিতরণে, জীবন করাে রে যাপন।
এত যে সুখ আছে।কে তাহা শুনিয়াছে! চলাে রে সবারে শুনাই।
বলাে রে ডেকে বলাে 'পিতার ঘরে চলাে,হেথায় শােকতাপ নাই' ।।