![]() |
| Modhuro Tomar Shesh (মধুর, তােমার শেষ যে না পাই প্রহর হল শেষ) - Rabindra Sangeet |
মধুর, তােমার শেষ যে না পাই প্রহর হল শেষ-
ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ।।
দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সােনাতে
মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ।।
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।
এই গােধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়
শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ।।
