![]() |
Mon Jaago Mongaloloke (মন, জাগ' মঙ্গললােকে অমল আমৃতময় নব আলােকে) - Rabindra Sangeet |
মন, জাগ' মঙ্গললােকে অমল আমৃতময় নব আলােকে
জ্যোতিবিভাসিত চোখে ৷।
হের' গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবনসাগর-
নির্মল প্রাতে বিশ্বের সাথে জাগ' অভয় অশােকে ৷।