![]() |
Mon Je Bale Chini Chini (মন যে বলে, চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে) - Rabindra Sangeet |
মন যে বলে, চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে।
কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে ।।
রক্তে রেখে গেছে ভাষা,
স্বপ্নে ছিল যাওয়া-আসা-
কোন্ যুগে কোন্ হাওয়ার পথে, কোন্ বনে কোন্ সিন্ধুতীরে।
এই সুদূরে পরবাসে
ওর বাঁশি আজ প্রাণে আসে।
মাের পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি,
চিত্ততলে জাগিয়ে তােলে অশ্রুজলের ভৈরবীরে ।।