Ogo Shephaliboner Moner (ওগাে শেফালিবনের মনের কামনা) - Rabindra Sangeet |
ওগাে শেফালিবনের মনের কামনা,
কেন সুদূর গগনে গগনে
আছ মিলায়ে পবনে পবনে।
কেন কিরণে কিরণে ঝলিয়া
যাও শিশিরে শিশিরে গলিয়া।
কেন চপল আলােতে ছায়াতে
আছ লুকায়ে আপন মায়াতে।
তুমি মুরতি ধরিয়া চকিতে নামাে-না,
ওগাে শেফালিবনের মনের কামনা॥
আজি মাঠে মাঠে চলা বিহরি,
তৃণ উঠুক শিহরি শিহরি।
নামাে তালপল্লববীজনে,
নামো জলে ছায়াছবিসৃজনে।
এসাে সৌরভ ভরি আঁচলে,
আঁখি আঁকিয়া সুনীল কাজলে।
মম চোখের সমুখে ক্ষণেক থামাে-না,
ওগাে শেফালিবনের মনের কামনা ॥
ওগো সােনার স্বপন, সাধের সাধনা,
কত আকুল হাসি ও রােদনে,
রাতে দিবসে স্বপনে বােধনে,
জ্বালি জোনাকি প্রদীপমালিকা,
ভরি নিশীথতিমিরথালিকা,
প্রাতে কুসুমের সাজি সাজায়ে,
সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,
কত করেছে তােমার স্তুতি-আরাধনা,
ওগাে সােনার স্বপন, সাধের সাধনা ॥
ওই বসেছ শুভ্র আসনে
আজি নিখিলের সম্ভাষণে।
আহা শ্বেতচন্দনতিলকে
আজি তােমারে সাজায়ে দিল কে ।
আহা বরিল তােমারে কে আজি
তার দুঃখশয়ন তেয়াজি-
তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা,
ওগো সােনার স্বপন, সাধের সাধনা ॥