Oi Ase Oi Oti Bhoirabo (ওই আসে ওই অতি ভৈরব হরষে) - Rabindra Sangeet

Oi Ase Oi Oti Bhoirabo (ওই আসে ওই অতি ভৈরব হরষে) - Rabindra Sangeet
Oi Ase Oi Oti Bhoirabo (ওই আসে ওই অতি ভৈরব হরষে) - Rabindra Sangeet

জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।
গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,
উতলা কলাপী কেকা কলরবে বিহরে-
নিখিলচিত্তহরষা
ঘনগৌরবে আসিছে মত্ত বরষা ॥
কোথা তােরা অয়ি তরুণী পথিকললনা,
জনপদবধূ তড়িতচকিতনয়না,
মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,
কোথা তােরা অভিসারিকা।
ঘনবনতলে এসাে ঘননীলবসনা,
ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা,
আনাে বীণা মনােহারিকা।
কোথা বিরহিণী, কোথা তােরা অভিসারিকা॥
আনাে মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,
বাজাও শঙ্খ, হুলুরব করাে বধূরা-
এসেছে বরষা, ওগাে নব-অনুরাগিণী,
ওগো প্রিয়সুখভাগিনী।
কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললােচনা,
ভূর্জপাতায় নবগীত করাে রচনা
মেঘমল্লাররাগিণী।
এসেছে বরষা, ওগাে নব-অনুরাগিণী ॥
কেতকীকেশরে কেশপাশ করাে সুরভি,
ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরাে করবী॥
কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,
অঞ্জন আঁকো নয়নে।
তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া
ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া
স্মিতবিকশিত বয়নে-
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে॥
এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা ॥
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতিময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা॥

Pisces Horoscope for June 07, 2024 - Friday

TODAY'S TIPS FOR PISCES ZODIAC SIGN (June 07, 2024) Pisces Zodiac Sign for Friday Pisces Horoscope for Friday Personal: ...

Popular Posts