Oi Bujhi Kaalboishaakhi (ওই বুঝি কালবৈশাখী) - Rabindra Sangeet |
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি ।।
ভয় কী রে তাের ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে-
শােন্ দেখি ঘাের হুঙ্কারে নাম তােরই ওই যায় ডাকি ।।
তাের সুরে আর তাের গানে
দিস সাড়া তুই ওর পানে।
যা নড়ে তায় দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে,
যা ভাঙা তাই ভাঙবে রে- যা রবে তাই থাক বাকি ৷।