![]() |
| Aaji Baangladesher Hriday (আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি) - Rabindra Sangeet |
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগাে মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগাে মা, তােমার কী মুরতি আজি দেখি রে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে॥
তােমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তােমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী !
ওগো মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তাের দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি!
ওগাে মা, তােমার কী মুরতি আজি দেখি রে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী-
তােমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগাে মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে॥
