![]() |
| Aaji Basonto Jaagroto Dwaare (আজি বসন্ত জাগ্রত দ্বারে) - Rabindra Sangeet |
তব অবগুণ্ঠিত কুষ্ঠিত জীবনে
কোরাে না বিড়ম্বিত তারে ॥
আজি খুলিয়াে হৃদয়দল খুলিয়াে,
আজি ভুলিয়াে আপন-পর ভুলিয়াে,
এই সঙ্গীতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়াে।
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়াে ছড়ায়ে মাধুরী ভারে ভারে ॥
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে -
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে।
মাের পরানে দখিনবায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে।
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওগাে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে ॥
