![]() |
Aaji Dokhino Duwar Khola (আজি দখিন-দুয়ার খােলা) - Rabindra Sangeet |
এসাে হে, এসাে হে, এসাে হে আমার বসন্ত এসাে।
দিব হৃদয়দোলায় দোলা,
এসাে হে, এসাে হে, এসাে হে আমার বসন্ত এসাে॥
নব শ্যামল শােভন রথে এসাে বকুলবিছানাে পথে,
এসাে বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু,
এসাে হে, এসাে হে, এসাে হে আমার বসন্ত এসাে॥
এসাে ঘনপল্লবপুঞ্জে এসাে হে, এসাে হে, এসাে হে।
এসাে বনমল্লিকাকুঞ্জে এসাে হে, এসাে হে, এসাে হে।
মৃদু মধুর মদির হেসে এসাে পাগল হাওয়ার দেশে,
তােমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়াে -
এসাে হে, এসাে হে, এসাে হে আমার বসন্ত, এসাে ॥