|  | 
| Aaji Dokhinopabone (আজি দক্ষিণপবনে) - Rabindra Sangeet | 
দোলা লাগিল বনে বনে ৷৷
দিকললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি অন্তরে ওঠে রনরনি
বিরহবিহ্বল হৃৎস্পন্দনে ৷৷
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে ৷৷
