![]() |
Aakash Hote Aakash Pathe (আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে) - Rabindra Sangeet |
আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতা ॥
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
ওই আকাশ-ডােবা ধারার দোলায় দুলি অবিরত ॥
এই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি-
এ-সব দেখতেছে কোন্ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগাে, সেই নয়নে নয়ন আমার হাক-না নিমেষহত-
ওই আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত ॥