Aamar Din Phuralo (আমার দিন ফুরালাে ব্যাকুল বাদলসাঁঝে) - Rabindra Sangeet

Aamar Din Phuralo (আমার দিন ফুরালাে ব্যাকুল বাদলসাঁঝে) - Rabindra Sangeet
Aamar Din Phuralo (আমার দিন ফুরালাে ব্যাকুল বাদলসাঁঝে) - Rabindra Sangeet

আমার দিন ফুরালাে ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে।॥
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে।
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে ॥
কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গােপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
মনে হয় তার চরণের ধ্বনি জানি-
হার মানি তার অজানা জনের সাজে॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts