![]() |
Aami Taarei Jaani (আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে) - Rabindra Sangeet |
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে-
তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে ॥
যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গাে-
একই আলাে চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে॥
আপন মনের অন্ধকারে ঢাকল যারা
আমি তাদের মধ্যে আপনহারা।
ছুঁইয়ে দিল সােনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গাে-
নয়ন আমার ছুটেছে তার আলাে-করা মুখের পানে ॥