Aami Taarei Khnuje Berai (আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে) - Rabindra Sangeet

Aami Taarei Khnuje Berai (আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে) - Rabindra Sangeet
Aami Taarei Khnuje Berai (আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে) - Rabindra Sangeet

আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে।
সে আছে ব'লে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে ॥
সে আছে ব'লে চোখের তারার আালােয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালােয়,
সে মাের সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায় দখিন সমীরণে।
তারি বাণী হঠাৎ উঠে পুরে
আনমনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে।
দুখের দোলে হঠাৎ মােরে দোলায়
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভােলায় ।
সে মাের চিরদিনের ব'লে
তারি পুলকে মাের পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts