![]() |
Aami Tomari Maatiro Konya (আমি তােমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা) - Rabindra Sangeet |
আমি তােমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা-
তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা॥
পবিত্র জানি যে তুমি পবিত্র জন্মভূমি,
মানবকন্যা আমি যে ধন্যা প্রাণের পুণ্যে ভরা॥
কোন্ স্বর্গের তরে ওরা তােমায় তুচ্ছ করে
রহি তােমার বক্ষোপরে।
আমি যে তােমারি আছি নিতান্ত কাছাকাছি,
তােমার মােহিনীশক্তি দাও আমারে হৃদয়প্রাণহরা ॥