![]() |
Abelaay Jodi Esechho Aamar Bone (অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে) - Rabindra Sangeet |
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়াে না, গেয়াে না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে॥
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়।
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়াে না, চেয়াে না মাের দীনতায় হেলায় নয়ন-কোণে॥
এসাে এসাে কাল রজনীর অবসানে প্রভাত-আলাের দ্বারে।
যেয়াে না, যেয়াে না অকালে হানিয়া সকালে কলিকারে।
এসাে এসাে যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীনের যদি ঘটে জয়-সাজি ভরা হয় ধনে।
নিয়াে না, নিয়াে না মাের পরিচয়
এ ছায়ার আবরণে ॥