![]() |
Aloke Kusum Na Diyo (অলকে কুসুম না দিয়াে, শুধু শিথিল কবরী বাঁধিয়াে) - Rabindra Sangeet |
অলকে কুসুম না দিয়াে, শুধু শিথিল কবরী বাঁধিয়াে।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়াে॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়াে-
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো॥
এসাে এসাে বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়াে।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়াে॥