Andhokaarer Utso Hote (অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলাে) - Rabindra Sangeet |
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলাে
সেই তাে তােমার আলাে !
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালাে
সেই তাে তােমার ভালাে ॥
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তাে তােমার গেহ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নহ
সেই তাে তােমার স্নেহ ॥
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তাে তােমার দান।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
সেই তাে তােমার প্রাণ।
বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি
সেই তাে স্বর্গভূমি।
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
সেই তাে আমার তুমি ॥