Rangapado-Padmojuge Pronomi (রাঙাপদপদ্মযুগে প্রণমি গাে ভবদারা) - Rabindra Sangeet |
রাঙাপদপদ্মযুগে প্রণমি গাে ভবদারা!
আজি এ ঘাের নিশীথে পূজিব তামারে তারা।
সুরনর থরহর- ব্রহ্মাণুডবিপ্লব করাে ,
রণরঙ্গে মাতাে , মা গাে, ঘােরা উন্মাদিনী - পারা।
ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত - অসি,
ছুটাও শােণিতস্রোত, ভাসাও বিপুল ধরা।
উরাে কালী কপালিনী, মহাকালসীমন্তিনী,
লহাে জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা ॥