Rangiye Diye Jao Jao (রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গাে এবার যাবার আগে) - Rabindra Sangeet

Rangiye Diye Jao Jao (রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গাে এবার যাবার আগে) - Rabindra Sangeet
Rangiye Diye Jao Jao (রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গাে এবার যাবার আগে) - Rabindra Sangeet

রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গাে এবার যাবার আগে-
তােমার আপন রাগে, তােমার গােপন রাগে,
তােমার তরুণ হাসির অরুণ রাগে
অশ্রুজলের করুণ রাগে ।।
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে,
সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে ।।
যাবার আগে যাও গাে আমায় জাগিয়ে দিয়ে,
রক্তে তােমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।
আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,
মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,
বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,
তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে,
কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে ।।


Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts