Sakha Apon Mon Niye (সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে) - Rabindra Sangeet |
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে।
আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে ।।
অবাধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে-
এ মন দিতে চাও দিয়ে ফেলাে,কেন গাে নিতে চাও মন তবে ।।
স্বপন সম সব জানিয়াে মনে,তােমার কেহ নাই এ ত্রিভুবনে-
যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে।
নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও-
তােমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে।।