Santraser Bihwabalata (সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান) - Rabindra Sangeet |
সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান।
সংকটের কল্পনাতে হােয়াে না ম্রিয়মান।
মুক্ত করাে ভয়,
আপনা-মাঝে শক্তি ধরাে, নিজেরে করাে জয়।
দুর্বলেরে রক্ষা করাে, দুর্জনেরে হানাে,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানাে।
মুক্ত করাে ভয়,
নিজের 'পরে করিতে ভর না রেখাে সংশয়।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়াে প্রাণ।
মুক্ত করাে ভয়,
দুরূহ কাজে নিজেরি দিয়াে কঠিন পরিচয়।