Se Asi Kohilo Priye (সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও) - Rabindra Sangeet

Se Asi Kohilo Priye (সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও) - Rabindra Sangeet
Se Asi Kohilo Priye (সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও) - Rabindra Sangeet

সে আসি কহিল, 'প্রিয়ে, মুখ তুলে চাও।'
দুষিয়া তাহারে রুষিয়া কহিনু, 'যাও !'
সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি।
দাঁড়ালো সমুখে; কহিনু তাহারে, 'সরাে!'
ধরিল দু হাত; কহিনু, 'আহা, কী কর!'
সখী ওলাে সখী, মিছে না কহিব তারে, তবু ছাড়িল না মােরে।
শ্রুতিমূলে মুখ আনিল সে মিছিমিছি।
নয়ন বাঁকায়ে কহিনু তাহারে, 'ছি ছি !'
সখী ওলাে সখী, কহি লাে শপথ ক' রে তবু সে গেল না স'রে।
অধরে কপােল পরশ করিল তবু।
কাঁপিয়া কহিনু, 'এমন দেখি নি কভু।'
সখী ওলো সখী, একি তার বিবেচনা, তবু মুখ ফিরালাে না।
আপন মালাটি আমারে পরায়ে দিল ।
কহিনু তাহারে, 'মালায় কী কাজ ছিল !'
সখী ওলাে সখী, নাহি তার লাজ ভয়, মিছে তারে অনুনয় ॥
আমার মালাটি চলিল গলায় লয়ে।
চাহি তার পানে রহিনু অবাক হয়ে।
সখী ওলো সখী, ভাসিতেছি আঁখিনীরে-কেন সে এল না ফিরে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts