Sedin Dujone Dulechinu (সেদিন দুজনে দুলেছিনু বনে,ফুলডােরে বাঁধা ঝুলনা) - Rabindra Sangeet |
সেদিন দুজনে দুলেছিনু বনে,ফুলডােরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলাে না।।
সেদিন বাতাসে ছিল তুমি জানাে- আমারি মনের প্রলাপ জড়ানাে,
আকাশে আকাশে আছিল ছড়ানো তােমার হাসির তুলনা ।।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তােমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার-
বাঁধিনু যে রাখী পরানে তােমার সে রাখী খুলো না, খুলা না।।