Sei Shantibhaban (সেই শান্তিভবন ভুবন কোথা গেল) - Rabindra Sangeet |
সেই শান্তিভবন ভুবন কোথা গেল-
সেই রবি শশী তারা, সেই শােকশান্ত সন্ধ্যা-সমীরণ,
সেই শােভা, সেই ছায়া, সেই স্বপন।
সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।
(শান্তার প্রতি)
এসেছি ফিরিয়ে, জেনেছি তােমারে,
এনেছি হৃদয় তব পায়-
শীতল স্নেহসুধা করাে দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন ।।