Shudhu Ekti Gondush Jal (শুধু একটি গণ্ডূষ জল) - Rabindra Sangeet |
আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়।
আমার কূপ যে হল অকূল সমুদ্র-
এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার,
আমার জীবন জুড়ে নাচে-
টলােমলাে করে আমার প্রাণ,
আমার জীবন জুড়ে নাচে।
ওগাে কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি !
একটি গণ্ডূষ জল-
আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গাে
শুধু একটি গণ্ডূষ জল ।।